ধবলধোলাই এড়াতে বাংলাদেশের চাই ১৫৬ রান

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৪

ধবলধোলাই এড়াতে বাংলাদেশের চাই ১৫৬ রান

সিলেট স্টারঃ ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেও লড়াই করতে পারেননি বাংলাদেশের মেয়েরা। তবে আজ অন্তত টি-টোয়েন্টি সিরিজের ধবলধোলাই এড়ানোর সুযোগ আছে স্বাগতিক মেয়েদের সামনে। শেষ ম্যাচে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৫৫ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা।

প্রথম দুই ম্যাচের তুলনায় আজ বেশ আঁটসাঁট বোলিং করেছেন বাংলাদেশের মেয়েরা।

ফিল্ডিংটা আরেকটু নিখুঁত হলে হয়তো দেড়শ রানের আগেই আটকানো যেত অজি মেয়েদের। পাওয়ার প্লের শেষ ওভারে বেত মুনি আউট হওয়ার আগে ওপেনিং জুটি থেকে ৩৯ রান তুলে অস্ট্রেলিয়া। সিরিজজুড়ে ব্যাট খুব একটা কথা না বলা মুনি আজ আউট হয়েছেন ১০ রানে।

তবে আরেক ওপেনার এলিসা হিলি ২৯ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪৫ রানের ইনিংস খেলেছেন।

দলীয় ৬২ রানে হিলি আউট হওয়ার পর মাঝের সময়টাতে বেশ হিসেবি বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। তাতে সাফল্যও মেলে। ১০০ রানের আগে তাই আরো তিন উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। এলিসা পেরি ও অ্যাশলে গার্ডনারকে ফেরান বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

জর্জিয়া ওয়ারেহ্যাম স্টাম্পড হন লেগ স্পিনার রাবেয়া খানের বলে। তবে ষষ্ঠ উইকেটে ৫৭ রান যোগ করে আবার বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন তাহলিয়া ম্যাকগ্রা ও গ্রেস হ্যারিস। শেষ ওভারে হ্যারিস ১৯ রানে রান আউট হলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করে অপরাজিত থাকে তাহলিয়া।