হোল্ডিং ট্যাক্স বাতিল দোকান মালিক সমিতি শাখার অভিনন্দন

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, মে ২৫, ২০২৪

হোল্ডিং ট্যাক্স বাতিল দোকান মালিক সমিতি শাখার অভিনন্দন

সিলেট স্টারঃসিলেটে সিটি কর্পোরেশনের অযৌক্তিক ও বৈষম্যমূলক হোল্ডিং ট্যাক্স বাতিলের সিদ্ধান্ত ও ঘোষনায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞা প্রকাশ করেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সকল ব্যবসায়ীবৃন্দ।

শনিবার (২৫ মে) গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তির বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম ও সিলেট জেলা শাখার সদস্য সচিব এবং মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সভাপতি আবদুর রহমান রিপন এ অভিনন্দন ও কৃতজ্ঞা প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, এই সফলতা সিসিক মেয়রের ও সিলেটের সচেতন নগরবাসীর। আগামীতে সিলেটের যেকোন নায্য দাবি-দাওয়ার আন্দোলনে এভাবে সবাইকে সোচ্চার ভূমিকায় থাকার জন্য আকুল আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ