খুলনা টাইগার্সকে থামাবে কে?

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৪

খুলনা টাইগার্সকে থামাবে কে?

সিলেট স্টারঃ খুলনা টাইগার্সকে থামাবে কে ! গত মৌসুমে খাবি খাওয়া দলটা এবার এখন পর্যন্ত সবার ধরাছোঁয়ার বাইরে। আজ দুর্দান্ত ঢাকাও আঁচড় দিতে পারেনি। উল্টো খুলনার দাপটের কাছে তারা উড়ে গেছে ১০ উইকেটের হারে।

অথচ দুর্দান্ত ঢাকাকে ‘দুর্দান্ত’ শুরুই এনে দিয়েছিলেন দুই ওপেনার।

‘নবম ওভারের শেষ বলে নাঈম শেখ যখন আউট হয়ে ফিরছেন, ঢাকার স্কোরবোর্ডে ৭৫ রান। সেই তাদের স্কোরই কিনা আটকে গেল ৯ উইকেটে ১৩০ রানে! নাঈমের আউটের পর ঢাকার ব্যাটারদের মধ্যে ড্রেসিরুমের ফেরার প্রতিযোগিতাই যেন লেগেছিল। অভাবনীয় বিপর্যয়ে শেষ ১১ ওভার তাদের সংগ্রহ মাত্র ৫৫ রান। উইকেট পড়েছে আরো আটটি।’

‘আরেক ওপেনার সাইম আইয়ুবের ৩৫ ছাড়া দুই অঙ্ক পেরোতে পেরেছেন কেবল অ্যালেক্স রস (২১) ও আরাফাত সানি (১৫)।
খুলনার হয়ে পাকিস্তানি স্পিনার মোহাম্মদ নাওয়াজ ৪ ওভারে মাত্র ১৫ রান ৩ উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও বাংলাদেশি পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। দাসুন শানাকা ও আফিফ হোসেনের শিকার একটি করে উইকেট।’


‘মামুলি লক্ষ্যে কোনো উইকেট না হারিয়েই পৌঁছে যায় খুলনা টাইগার্স। যদিও রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যান ওপেনার এভিন লুইস। ১৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৬ রান করেন লুইস। এরপর আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে ঢাকাকে আর কোনো সুযোগ দেননি খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়। অবিচ্ছিন্ন ৮১ রানের জুটিতে ৩২ বল আগেই ম্যাচ শেষ করেন দুজন।’


৪৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৮ রানে অপরাজিত থাকেন এনামুল। তাঁর সঙ্গী আফিফ ৩ ছক্কা ও ১ চারে ৩৭ রানে অপরাজিত থাকেন। চার ম্যাচে এটি টানা চতুর্থ জয় খুলনার। অন্যদিকে প্রথম ম্যাচে জয়ের পর হারের ‘হ্যাটট্রিক’ করেছে ঢাকা।”