৯ লাখ টাকার ভারতীয় চিনিসহ গ্রেফতার ১

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২৪

৯ লাখ টাকার ভারতীয় চিনিসহ গ্রেফতার ১

সিলেট স্টারঃসিলেটে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় চিনি ও চোরাই মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দাবা বিভাগ (ডিবি)।

আজ বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানাধীন বড়শালা মাদ্রাসার সামনের রাস্তা থেকে চোরাই পথে নিয়ে আসা চিনিসহ ট্রকটি জব্দ ও এক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।

আটকৃত যুবকের নাম মো. রহিম মিয়া (২৪)। তিনি এয়ারপোর্ট থানার ধাপানটিলা গ্রামের মো. বশির মিয়ার ছেলে।

এসময় তার হেফাজত থেকে ১৫৩ বস্তা ভারতীয় চিনি যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮ লাখ ৯৯ হাজার ৬৪০ টাকা জব্দ করা হয়।

আটকৃত যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফূল ইসলাম।