গরুকে ঘাস খাওয়ানো নিয়ে সং ঘ র্ষে নিহত ১

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৪

গরুকে ঘাস খাওয়ানো নিয়ে সং ঘ র্ষে নিহত ১

সিলেট স্টারঃসিলেট সদর উপজেলার সাহেবের বাজারের কান্দিরপথ গ্রামে গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ফকির আলী (৫৫) নামে একজন নিহত হয়েছেন।

আহত আরও বেশ কয়েকজন হয়েছেন বলে জানা গেছে।শুক্রবার (১৪জুন) বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির ফকির আলী (৫৫) কান্দিরপথ গ্রামের কুটি মিয়ার ছেলে।

এদিকে, তাৎক্ষণিক এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।আটককৃতরা হলেন- আলেকা বিবি (৫০), হুছনা বেগম (৩০), শাহনাজ (২৮), শারমিন (২৫)।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার জহিরুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ