ছেলের বাবা হলেন অলরাউন্ডার নাসির

প্রকাশিত: ৬:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২২

ছেলের বাবা হলেন অলরাউন্ডার নাসির

স্পোর্টস ডেস্ক: সুখবর দিলেন ক্রিকেটার নাসির হোসেন। না, সেঞ্চুরি হাঁকানো বা উইকেট শিকারের কোনো খবর নয়।
এ অলরাউন্ডার জানিয়েছেন, সন্তানের বাবা হয়েছেন তিনি। গত ৮ এপ্রিল তার তামিমা সুলতানা তাম্মির কোল আলো করে এসেছে ফুটফুটে এক ছেলেশিশু।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাসির-তামিমা দম্পতি।
গত ২৫ ফেব্রুয়ারি তামিমার বেবি বাম্পের ছবি দিয়ে অন্তঃসত্বা হওয়ায় খবর জানিয়েছিলেন নাসির হোসেন।
গেল বছরের ডিসেম্বরে নাসির তার আইনজীবীর মাধ্যমে আদালতকে জানান যে, তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা।
২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার এক রেস্টুরেন্টে তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন।
এ বিয়ের নিয়েই গত বছর থেকে আলোচনায় আছেন নাসির। বিয়ের বৈধতা আদালতে পর্যন্ত লড়েছেন নাসির-তামিমা।
প্রসঙ্গত, বাংলাদেশ দলে নাসিরের অভিষেক হয় ২০১১ সালে। দেশের জার্সিতে এখন পর্যন্ত তিনি ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। জাতীয় দলের সময়টায় ফিল্ডিংয়ের জন্য বাংলাদেশে নাসিরের বিকল্প হাতেগোনা কয়েকজনই ছিল। সম্ভাবনাময় এ অলরাউন্ডার ব্যাট হাতে ২ হাজার ৬৯৬ রান ও বল হাতে ৩৯ উইকেট নেন।

এমএনআই