কুচাই থেকে ২ ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৪

কুচাই থেকে ২ ছিনতাইকারী গ্রেফতার

সিলেট স্টারঃসিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানা এলাকা থেকে ২ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।আসামীরা হলেন মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নের নিজ সিলাম গ্রামের তেরন মিয়ার ছেলে তারেকুর রহমান তানভির (২২) ও একই গ্রামের মৃত গৌছ আলীর ছেলে আবজল আলী রাজু (৩১)।

বুধবার ভোরের দিকে কুচাই এলাকা থেকে তাদের আটক করে মোগলাবাজার থানার একদল টহল পুলিশ।

সিলেট মহানগর পুলিশ জানায়, রাজু সিএনজিচালিত অটোরিকশা চালক। তার সঙ্গে অপর ছিনতাইকারী তানভির বুধবার ভোর সাড়ে ৩টার দিকে যাত্রীবেশে পারাইরচক এলাকায় অটোরিকশায় থাকা মোগলাবাজার থানার উত্তরপাড়ার মুছব্বির মিয়ার ছেলে সোহান আহমদের গলায় ধারালো অস্ত্র ধরে দামি মোবাইল ও ২০ হাজার টাকা ছিনতাই করে তাকে রাস্তায় ফেলে যায়।

 

তিনি টাকা ও মোবাইল দিতে না চাইলে তারা তার গলা কাটার উদ্দেশ্যে আক্রমন করলেও তিনি হাত দিয়ে প্রতিহত করেন। এতে তার হাতের দুটো আঙুল কেটে যায়। সোহান মোগলাবাজার থানা পুলিশকে জানালে তারা অভিযান চালিয়ে কুচাই থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।তাদের দু’জনের বিরুদ্ধে মোগলাবাজার থানায় দ্রুত বিচার আইনে মামলা (নং ৩/৯/৭/২/২৪) দায়ের করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ