দক্ষিণ সুরমায় খেলাফত মজলিসের উলামা সুধী সম্মেলন

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২২

দক্ষিণ সুরমায় খেলাফত মজলিসের উলামা সুধী সম্মেলন

এমবাংলা নিউজ ডেস্ক: খেলাফত মজলিসের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুস সবুর বলেছেন মানুষ আল্লাহর খলীফা ও বান্দা, খেলাফত ও উবুদিয়্যাতের দায়িত্ব যথাযথ ভাবে পালনের উপরই মানুষের দুনিয়ার সামগ্রিক কল্যাণ এবং আখেরাতের মুক্তি ও শান্তি নির্ভরশীল। তাই জাহেলিয়াতের এই যুগে আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। এজন্য ইসলামী জীবন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা এবং জীবনের সর্বস্থরে দ্বীন বাস্তবায়নের লক্ষ্যে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে।
তিনি ৩ ডিসেম্বর শনিবার রাতে দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখা আয়োজিত দেশব্যাপী সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দাওয়াত ও গণসংযোগ মাস উপলক্ষে উলামা সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য কথাগুলো বলেন।
খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মতিউল ইসলাম মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আবদালের সঞ্চালনায় উলামা সুধী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সভাপতি সৈয়দ মশাহিদ আলী, মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা সৈয়দ মুজাহিদ আলী, সিলেট জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ শামসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, বরইগ্রাম ফুরকানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ নুরুল ইসলাম, সিলেট জেলা শাখার দাওয়াত বিষয়ক সম্পাদক মাওলানা সালেহ আহমদ, সৌদি আরব মক্কা মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা লুতফুর রহমান চৌধুরী, শাখার সহ সভাপতি মাওলানা জালাল উদ্দীন ভূইয়া, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম, মাওলানা এনামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী হারুনুর রশীদ, অর্থ সম্পাদক মাওলানা শাহাব উদ্দিন, সিলাম ইউনিয়ন পরিষদ সদস্য আহমদ আলী, মাওলানা আমিরুল ইসলাম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ