সিলেটে ৩’শ রোজাদারদের মাঝে আলম খান মুক্তির ইফতার বিতরণ

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২২

সিলেটে ৩’শ রোজাদারদের মাঝে আলম খান মুক্তির ইফতার বিতরণ

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে অসহায়, ভাসমান ছিন্নমূল সহ বিভিন্ন স্তরের ৩’শ রোজাদারদের মাঝে সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ১২ রমজান বিকাল সাড়ে ৪টার নগরীর মজুমদারী এলাকায় রোজাদাদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণকালে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, পবিত্র রমজান সংযমের মাস। আত্মশুদ্ধি অর্জন ও কুপ্রবৃত্তি দমনের মাস। তাই পবিত্র রমজানে আমরা একটু সংযত হয়ে অসহায় ও দরিদ্র মানুষের জন্য ইফতারির ব্যবস্থা করতে পারি।

তাছাড়া আমাদের রিজিকদাতা একমাত্র আল্লাহ, তাঁর ওপর ভরসা করে যদি আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে তিনি আমাদের রিজিকেও বরকত দেবেন ইনশাআল্লাহ। তাই আসুন, পবিত্র রমজানে আমরা সকলে ব্যয় ও খাবারেও সংযত হয়ে আমাদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশী ও সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াই, হয়তো মহান আল্লাহ এর উসিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দেবেন। এ সময় তিনি সিলেট মহানগর যুবলীগের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ বলেন, সিলেট মহানগর যুবলীগ সবসময় অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজ করে যাচ্ছে। সিলেট মহানগর যুবলীগের সকল মানবিক কার্যক্রম সত্যি প্রশংসনীয়। সিলেট মহানগর যুবলীগের এই মানবিক কার্যক্রমকে অনুপ্রাণিত হয়ে সিলেট মহানগর ছাত্রলীগও সেই পথে অগ্রসর হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য আজম খান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাবের আহমদ চৌধুরী, আনোয়ার বক্ত মজুমদার, আনোয়ার সিদ্দিকী, লিমন আহমদ, এডভোকেট আবুল কাশেম, আলী হোসেন, আফজল হোসেন, এমদাদ হোসেন ইমু, আজাদ আহমদ, ইশতিয়ার চৌধুরী পিন্টু, আব্দুল কাদির ইমন, কায়েছ আহমদ জনি, সৈয়দ নাহিদুর রহমান সাব্বির, সাদিকুর রহমান সোহাগ, মাশুক মিয়া, তারেক আহমদ, তালেব আহমদ, সামি আহমদ, শুক্কুর আলী, নাঈম আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ