সিলেটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গােল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রোববার

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, মে ৭, ২০২২

সিলেটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গােল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রোববার

নিউজ ডেস্ক: লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে কিশাের-কিশােরীদের ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ ও শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ, প্রতিযােগীতার মাধ্যমে সহিষ্ণুতা, মনােবল বৃদ্ধি এবং মাদকাশক্তি, জঙ্গিবাদসহ সকল ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, ক্রীড়া পরিদপ্তরের সহযােগীতায় এবং সিলেট জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আগামীকাল রোবাবর (৮ এপ্রিল) বেলা ২টায় সিলেট জেলা স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গােল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গােল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২২ এর শুভ উদ্বোধন করা হবে।
এ উপলক্ষ্যে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মােমেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাে. জাহিদ আহসান রাসেল এমপি, সচিব মেজবাহ উদ্দিন, সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মােশাররফ হােসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সিলেট জেলা প্রশাসক মাে. মজিবর রহমান।
উল্লেখ্য, বালক (অনূর্ধ্ব-১৭) প্রতিযােগিতায় উপজেলা পর্যায়ে সারা দেশে ৪৫৭১টি ইউনিয়ন ও ২৫৭ টি পৌরসভার ৪৮২৮টি দলের ৮৬৯০৪ জন, জেলা পর্যায়ে ৬৪টি জেলা ও ৮ টি সিটি কর্পোরেশন সহ ৬৮টি দলের ১২২৪ জন খেলােয়াড় অংশগ্রহণ করবে। সর্বশেষ ৮ টি বিভাগীয় দলের ১৪৪ জন সহ সারা দেশের ৯৮৭৩০ জন বালক অংশ নেয়ার সুযােগ পায়। বালকদের উপজেলা পর্যায়ে প্রতিযােগিতা অনুষ্ঠিত হলেও বালিকাদের প্রতিযােগিতা জেলা পর্যায় থেকে শুরু হয়। সারা দেশে ১১৮২৬ জন বালিকা এই প্রতিযােগিতায় অংশ নেয়।
সিলেট জেলার উপজেলা পর্যায়ে ১০৫টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় মােট ১৯৬২ জন বালক, জেলা পর্যায়ে ১৩টি উপজেলা ও ১টি সিটি কর্পোরেশনে ২৫২ জন বালক ও ২৫২ জন বালিকা অংশগ্রহণ করবে। বয়স ভিত্তিক এই টুর্নামেন্ট থেকে ৪০ জন বালক ও ৪০ জন বালিকা প্রতিভাবান খেলােয়াড় বাছাই করে প্রশিক্ষণের ব্যাবস্থা করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
এরই মধ্যে প্রতিভাবান ৪ জন খেলােয়াড়কে উন্নত প্রশিক্ষণের জন্য ব্রাজিলে প্রেরণ করা হয়েছে এবং ২০২১ সালের আয়ােজন থেকে ১১ জন বালক ব্রাজিলে এবং ১১ জন বালিকেকে স্পেন/পর্তুগালে প্রেরণ করা হবে। উদীয়মান খেলােয়াড়দের অনুপ্রেরণা প্রদান এবং দেশের ফুটবলের মান উন্নয়নের লক্ষ্যেই তৃণমূলের এই খেলােয়ারদের নিয়ে ২০১৮ সাল থেকে প্রতিবছর এই আয়ােজন করা হচ্ছে।
৮ মে ২০২২ বেলা ২ ঘটিকায় অনুষ্ঠানের শুভ সূচনা শেষে অনূর্ধ্ব-১৭ (বালক) এবং অনূর্ধ্ব-১৭ (বালিকা) পর্যায়ের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। খেলা শেষে বিকাল সাড়ে ৪টায় দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ঐশীসহ অন্যন্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সিলেট জেলা স্টেডিয়ামে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আহবান জানানাে যাচ্ছে।

এমএনআই

এ সংক্রান্ত আরও সংবাদ