বছরের প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৪

বছরের প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

সিলেট স্টারঃবছরের প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ভোরের আলোকিত সকালে । পূব আকাশে এমন নতুন সূর্য সবার মনে আলো সঞ্চারিত করেছে। নতুন বছর, নতুন বই-এমন সব নতুনের আহ্বানে রৌদ্র করোজ্জ্বল শীতের সকালের আড়মোড়া ভেঙে জেগেছেন সবাই। নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা সবাই। বই উৎসবে মেতে উঠেছেন খুদে শিক্ষার্থী-শিশুরা।

সোমবার (১ জানুয়ারি) সিলেট সদর উপজেলার জাতীয় শিক্ষাকেন্দ্র প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ শিশুদের পদচারণায় মুখর হয়ে উঠে। নতুন বই পেয়ে তাদের আনন্দ-উচ্ছ্বাসে যেনো নতুন প্রাণ পেয়েছে স্কুলের মাঠ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জাতীয় শিক্ষাকেন্দ্র প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিপুল উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্য দিয়ে বই বিতরণ উৎসব সম্পূর্ণ্য হয়েছে। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিশু শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে নতুন বছরের পাঠ্যপুস্তক পেয়ে উল্লাসে মাতোয়ারা হয়ে ওঠে। শিশুদের সঙ্গে এসেছেন তাদের শিক্ষক এবং অভিভাবকেরাও।