গাজায় আরো খাদ্যদ্রব্য পাঠাতে হবে: জাতিসংঘ

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৩

গাজায় আরো খাদ্যদ্রব্য পাঠাতে হবে: জাতিসংঘ

সিলেট স্টার সংবাদ-প্রবল খাদ্যসংকটের দিকে এগিয়ে যাচ্ছে গাজা বলে জাতিসংঘের একটি প্রতিবেদনে এই আশঙ্কা করা হয়েছে। গাজার ২৩ লাখ মানুষ এই সংকটের পথে। বৃহস্পতিবার জাতিসংঘের ইন্টিগ্রেটেড ফুড সিকিওরিটি ফেস ক্লাসিফিকেশন (আইপিসি) একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, গাজা স্ট্রিপের ২৩ লাখ মানুষ এখনই খাদ্যাভাবে ভুগছেন।

এমন পরিস্থিতি যদি চলতে থাকে, তাহলে অদূর ভবিষ্যতে সেখানে প্রবল খাদ্যসংকট তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হবে।
জাতিসংঘ প্রতিবেদনে জানায়, ৭ ফেব্রুয়ারির মধ্যে গাজায় পরিমাণমতো খাদ্যদ্রব্য পাঠাতে না পারলে খাদ্যসংকট তৈরি হবে। ক্ষুধাসূচকের স্কেলে পাঁচটি ধাপ আছে। ৭ ফেব্রুয়ারি তা সর্বোচ্চ স্তরে পৌঁছাবে।

আইপিসি জানিয়েছে, এতো পরিমাণ মানুষ এমন খাদ্যসংকটে এর আগে কখনো পড়েনি। তাদের বক্তব্য, অপুষ্টির সমস্যা প্রবলভাবে দেখা যাচ্ছে গাজায়। এই পরিস্থিতি এগোতে দিলে তবেই খাদ্যসংকট তৈরি হবে।