ভোটার আনবে প্রার্থীরা: ইসি রাশেদা

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৩

ভোটার আনবে প্রার্থীরা: ইসি রাশেদা

সিলেট স্টার সংবাদ – ভোটারদের (ভোটকেন্দ্রে) আনার দায়িত্ব মূলত প্রার্থীদের, তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশটা তৈরি এবং বজায় রাখার দায়িত্বটা আমাদের নির্বাচন কমিশনের বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। পাবনায় শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘ভোটারদের আনার দায়িত্ব মূলত প্রার্থীদের, তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশটা তৈরি এবং বজায় রাখার দায়িত্বটা আমাদের (ইসি)। পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা হেল্পিংহ্যান্ড, আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রশাসনসহ যারা আছেন তারা বলেছেন, এই পরিবেশ বজায় আছে, থাকবে এবং আরো উন্নতি হবে।
এই প্রতিশ্রুতি তারা দিয়েছেন। যারা (পুলিশ প্রশাসন) কথা দিয়েছেন, আমরা তাদের প্রতি আস্থা রেখেছি, বিশ্বাস করেছি। আমরা বিশ্বাস করি একটা সুষ্ঠু ও সুন্দর ভোট হবে।

পাবনায় প্রিজাইডিং অফিসার, প্রার্থী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময়সভা শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।