সিলেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছাত্রদল নেতা!

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৩

সিলেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছাত্রদল নেতা!

ডেস্ক নিউজঃ সিলেটে সাবেক ছাত্রদল নেতাকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করায় স্থানীয় নেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সম্প্রতি সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। জানা যায়, গত ২৮ জানুয়ারি মোঃ কবির আহমদ (মেম্বার)কে সভাপতি ও আতিক হাসান ডালিমকে খাদিমপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের পেডে সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম বিলাল সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। খবরটি প্রচার হওয়ার সাথে সাথেই স্থানীয় নেতাদের মধ্যে সমালোচনা শুরু হয়ে যায়। বিশেষ করে আতিক হাসান ডালিমকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া নিয়ে ক্ষোভ বইতে শুরু করে। কেউই বিষয়টিকে মেনে নিতে পারছেন না। তাদের ভাষ্যমতে আতিক হাসান ডালিম এক সময় ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। বিষয়টি স্বীকার করেছেন সয়ং ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্বশীল এক নেতাও। তবে নিজের বিরুদ্ধে অভিযোগটি পুরোপুরি মিথ্যাা বলে দাবী করেছেন আতিক হাসান ডালিম। তিনি বলেন, যারা এসব অভিযোগ করছেন তার কোন ভিত্তি নেই। তিনি ছাত্রদল করেছেন এমন কোন প্রমাণও দেখাতে পারবেন না কেউ। এদিকে, আতিক হাসান ডালিমকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়াতে ক্ষুব্দ স্থানীয় নেতৃবৃন্দ। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিবাদ জানানোর পাশাপাশি আতিক হাসান ডালিমের ‘আমি করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল’ এমন বক্তব্যের একটি ভিডিও ভাইরাল করছেন। যদিও ভিডিওটি এডিটের মাধ্যমে করা বলে দাবী ডালিমের। অপরদিকে, আতিক হাসান ডালিম এক সময় বিএনপি তথা ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন বলে স্বীকার করেছেন খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম বিলাল। তিনি বলেন, সিনিয়র নেতৃবৃন্দের সুপারিশের ভিত্তিতে তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।