সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, মে ২৪, ২০২২

সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ও সিলেটে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের হামলা ও সাংবাদিককে মারধরের প্রতিবাদে ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল মঙ্গলবার (২৪ মে) বিকাল ৫টার সময় সিলেট নগরীর চৌহাট্টা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের সভাপতিত্বে ও ১ম যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ ও সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলামের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলের সহ সভাপতি রেজাউল ইসলাম সুমন, কামরান আহমদ, এনামুল হক চৌধুরী সুহেল, যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, আব্দুস সামাদ লস্কর মুনিম, সদরুল ইসলাম লোকমান, দেলোয়ার হোসেন, খায়রুল ইসলাম দোয়েল, রফিক আহমদ, রুজেল ইসলাম, মকবুল হোসেন, জহিরুল ইসলাম, আব্দুল কাদির, সাইফুর রহমান, মোঃ নাসির, ফয়েজ ইসলাম আসফাক আলম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, রনি চৌধুরী, ফয়জুর রহমান, রনি পাল, আব্দুস সামাদ খান, মদনমোহন কলেজ ছাত্রদলের আহবায়ক মোক্তার আহমদ মোক্তার,সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভ, বিশ্বজিত দেব শেখর, মোস্তাফিজুর রহমান, জিয়া উদ্দিন চৌধুরী লাভলু, জোবায়ের আহমদ, জুবায়ের আহমদ জুবের, আশিকুর রহমান তারেক, প্রচার সম্পাদক কাউসার চৌধুরী, সাহিত্য প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান মাহমুদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল কালাম, ছাত্র বিষয়ক সম্পাদক ফাহিম সরকার, সহ দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, শাহরিয়ার ইসলাম আকিব, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন রাসেল, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল আহমদ, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুফিয়ান আহমদ সবুজ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক লায়েক আহমদ, সহ মানবাধিকার সম্পাদক আতিকুর রহমান অনিক, সহ বৃত্তি বিষয়ক সম্পাদক শাহরিয়ার অভি, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সালেহ, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র আহবায়ক আব্দুর রকিব, মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরান উদ্দিন অপু, ২৫নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক মোস্তাক আহবায়ক, ১৯নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক মোশাহিদুল ইসলাম মাহি প্রমুখ।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে ফজলে রাব্বি আহসান বলেন, ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচী সহ বিএনপি নেতৃবৃন্দের উপর ছাত্রলীগ বার বার হামলা চালাচ্ছে। সোমবার সিলেট জেলা ছাত্রদলের মিছিলে হামলা ও সাংবাদিককে মারধর, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রদলের মিছিলে হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি, ছাত্রদল সকল হামলার সমূচিত জবাব রাজপথে দিবে।

এমএনআই