আজ শুভ বুদ্ধপূর্ণিমা

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, মে ১৫, ২০২২

আজ শুভ বুদ্ধপূর্ণিমা

এম বাংলা ডেস্কঃবুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ রবিবার সরকারি ছুটির দিন।বিশেষ তাৎপর্যপূর্ণ দিবসটি বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে থাকেন। এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা স্নান করে শুচিবস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। তাঁরা মন্দিরে বহু প্রদীপ প্রজ্বালন করেন, ফুলের মালা দিয়ে মন্দিরগৃহ সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন।এ ছাড়া বৌদ্ধরা এই দিনে বুদ্ধপূজার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেদ প্রার্থনাও করে থাকেন।