সিলেটে যখন-যেখানে ঈদের জামাত

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, মে ১, ২০২২

সিলেটে যখন-যেখানে ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারির কারণে বিগত দুই বছর পর উন্মুক্ত ময়দানে ঈদের জামাত আদায় করে মহা আনন্দে ভাসবে মুসলমানের প্রাণ। সিলেটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে সোম কিংবা মঙ্গলবারে ঈদুল ফিতর উদযাপন করা হবে।
এবার ঈদের প্রধান জামাত ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতে খুতবা ও ইমামতি করবেন শেখ বাড়ি জামিয়ার মুহতামিম, শায়খুল হাদিস মুফতি মোহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্ণভী-পীর সাহেব বরুণা।
হযরত শাহজালাল রহ. দরগাহ মসজিদ: হযরত শাহজালাল রহ. দরগাহে হযরত শাহজালাল রহ. মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সাড়ে ৮টায়। নামাজের আগে বয়ান পেশ করবেন দরগাহ মাদরাসার শায়খুল হাদিস মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী। নামাজে ইমামতি করবেন হাফিজ মাওলানা আসজাদ আহমদ।
হযরত শাহপরান রহ. মাজার মসজিদ: হযরত শাহপরান রহ. মাজার মসজিদে সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন: সিলেট জেলা প্রশাসক কার্যালয় এর সামনের মাঠে ঈদুল ফিতরের জামাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। নামাজ ইমামতি করবেন কারেক্টর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শাহ আলম।
কুদরত উল্লাহ জামে মসজিদ: বন্দরবাজার হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল ফিতরের মোট ৩টি জামাত যথাক্রমে-সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।
পুলিশ লাইন্স: পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদের জামাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
টিলাগড় মাদানী ঈদগাহ: ঈদের জামাত টিলাগড় মাদানী ঈদগাহে সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
জিন্দাবাজার বায়তুল আমান জামে মসজিদ: জিন্দাবাজারের বায়তুল আমান জামে মসজিদে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
রেজিস্টারি মাঠ: রেজিস্টারি মাঠে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
সিলাম শাহী ঈদগাহ: দক্ষিণ সুরমার ঐতিহাসিক সিলাম শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের দুইটি জামাত অনুষ্ঠিত হবে। সেখানে প্রথম জামাত সকাল ৮টা ও দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
জনমঙ্গল শাহী ঈদগাহ: বিশ্বনাথের জনমঙ্গল শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
বিবির মোকাম শাহী ঈদগাহ: দক্ষিণ সুরমার ঐতিহাসিক বিবির মোকাম শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
কাদিপুর শাহী ঈদগাহ: দক্ষিণ সুরমার কাদিপুর শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
সুন্দিশাইল শাহী ঈদগাহ: গোলাপগঞ্জের সুন্দিশাইল শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
সিলেট জর্জ কোর্ট জামে মসজিদ: সিলেট জর্জ কোর্ট জামে মসজিেদ পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
মধুশহীদ জামে মসজিদ : নগরীর রিকাবীবাজারস্থ মধুশহীদ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে।
তেলিহাওর জামে মসজিদ : নগরীর তেলিহাওর জামে মসজিদে ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
মদিনা মার্কেট জামে মসজিদ : মদিনা মার্কেট পয়েন্টের মদিনা মার্কেট জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
টুকেরবাজার শাহী ঈদগাহ : সিলেট শহরতলীর টুকেরবাজার শাহী ঈদগাহে ঈদের জামাত হবে সকাল ৯টায়।
গোপশহর শাহী ঈদগাহ : দক্ষিণ সুরমার গোপশহর শাহী ঈদগাহ এ পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
তপোবন জামে মসজিদ: নগরীর তপোবন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।

এমএনআই