সিলেটে চাঞ্চল্যকর গৃহবধূ তামান্না হত্যার প্রধান আসামী মামুনকে ৫ দিনের রিমান্ড দিয়ছে আদালত

প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১

সিলেটে চাঞ্চল্যকর গৃহবধূ তামান্না হত্যার প্রধান আসামী মামুনকে ৫ দিনের রিমান্ড দিয়ছে আদালত

নগর বার্তা ডেস্কঃসিলেট নগরীর কাজীটুলায় চাঞ্চল্যকর গৃহবধূ সৈয়দা তামান্না বেগমকে হত্যা হামলার প্রধান আসামী ঘাতক স্বামী মো.আল মামুনকে ৫ দিনের রিমান্ড মঞ্জরি করেছেন আদালত। সোমবার (২৬ এপ্রিল) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আব্দুল মান্নান গ্রেফতারকৃ আল মামুনকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিনস্ট্রেট ১ম আদালতের বিচারক সাইফুর রহমানের আদালতে হাজির করে ৭দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ বলেন, প্রযুক্তির সহায়তায় পুলিশ মামুনকে গ্রেফতার করেছে। নিহত তামান্নার সাথে বিয়ের আগেও আরেকটি বিয়ে করেছিলেন মামুন। মামুনের বিরুদ্ধে আগের স্ত্রীর দায়ের করা মামলাও রয়েছে। এ হত্যা মামলার প্রায় ৫ মাস পর প্রযুক্তির সহযোগীতায় রবিবার  রাতে তাকে ঢাকার কদমতলী থানার মুরাদপুর মাদ্রাসা এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।গ্রেফতারকৃত আল মামুন বরিশালের বাবুগঞ্জ থানার হোগলারচর গ্রামের বাসিন্দা। গত  (২৩ নভ্ম্বের ) সিলেট নগরীর উত্তর কাজীটুলার এলাকার অন্তরঙ্গ ৪/এ বাসার দুতলার একটি কক্ষ থেকে দুপুরের দিকে দক্ষিণ সুরমা থানার ফুলদি এলাকার মেয়ে নববধূ সৈয়দা তামান্না বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী মামুন পালিয়ে যায়। পরে ওই রাতে নিহতের ভাই সৈয়দ আনোয়ার হোসেন রাজা বাদী হয়ে স্বামী মামুনসহ ৬জনকে আসামী কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন