হেফাজতের ঢাকা মহানগরের আমীর জুনায়েদ আল হাবিবের সাতদিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১

হেফাজতের ঢাকা মহানগরের আমীর জুনায়েদ আল হাবিবের সাতদিনের রিমান্ড মঞ্জুর

নগর বার্তা প্রতিবেদকঃ;;’হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের আমীর জুনায়েদ আল হাবিবের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিন আসামি জুনায়েদকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা।’;’ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে গতকাল শনিবার বিকেলে ঢাকার বারিধারার মাদ্রাসা থেকে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করে। এদিকে গত সোমবার এ মামলায় হেফাজত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ‘;এরপর গত বৃহস্পতিবার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজীসহ তিন জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।’;গত শুক্রবার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহর রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ‘;গতকাল শনিবার হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি জুবায়ের আহমদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ‘;এ অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। এ ঘটনায় পল্টন থানায় মামলা করা হয়।