ইভেলী সিলেট টি২০ ব্লাস্ট ২০২১ শেষ ম্যাচে ৬ ইউকেটের বড় জয়, সেমিতে সিসিক ওয়ারিওরস

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১

ইভেলী সিলেট টি২০ ব্লাস্ট ২০২১ শেষ ম্যাচে ৬ ইউকেটের বড় জয়, সেমিতে সিসিক ওয়ারিওরস

নগর বার্তা ডেস্কঃ  সেমিফাইনালে যেতে হলে জয় বিনা কোন পথ ছিল না সিলেট সিটি করপোরেশন ওয়ারিওরস’র। শেষটা অবশ্য তারা জয় দিয়েই করেছেন। নিশ্চিত করেছেন সেমি ফাইনালে খেলা।’; কুশিয়ারা রয়েসলের বিপক্ষে ৬ ইউকেটের বড় জয় টুর্নামেন্ট ফেভারিট সিসিক ওয়ারিওরস’র সম্মান ধরে রেখেছে।ইভেলী সিলেট টি২০ ব্লাস্ট ২০২১ টুর্নামেন্টে প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করলেও টানা দুই ম্যাচ হেরে অনেকটা নিরাশায় ঢুবে ছিল আইনক খেলোয়াড় জাকিরের দলটি।’; কুশিয়ারা রয়েলসের সাথে টসে হেরে শুরুতেই হোচটও খায় তারা। টস শেষে সিসিক ওয়ারিওরস’র অধিনায়ক জাকির জানিয়েছিলেন তিনিও টসে জিতলে ব্যাটিং করতেন আগে।কিন্তু ফিল্ডিংয়ে নেমে অলরাউন্ডার আজাদের দূর্দান্ত বোলিংয়ের কাছে দাড়াতেই পারেননি কুশিয়ারা রয়েলসের ব্যাটস ম্যানরা । ‘;৪ ওভারে আজাদ মাত্র ১৬ রান খরচে তুলে নেন ৪টি ইউকেট।’; ফলে নির্ধারিত ওভারের ১ বল আগেই সব উইকেট হারিয়ে কুশিয়ারার সংগ্রহ দাঁড়ায় মাত্র ১০৯ রান।

‘;১১০ রানের টার্গেট তখন তুচ্ছই হয়ে ওঠে জাকির-রিজভীদের কাছে।  ১৮ ওভার ১ বলে মাত্র ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেন সিসিক ওয়ারিওরস ব্যাটসম্যানরা। । ‘;অধিনায়ক জাকির করেন সর্বোচ্চ ২৮ রান, আর দ্বিতীয় সর্বোচ্চ রান আসে রিজভীর ব্যাট থেকে। ;’রিজভী করেন ২৩ রান।৬ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়েন জাকিররা। ‘;নিশ্চিত হয় সিসিক ওয়ারিওরসের সেমি ফাইনাল খেলা।প্রসঙ্গত, সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়োজনে ১৫ ফেব্রুয়ারি থেকে সিলেট জেলা স্টেডিয়ামে ৫ টি ফ্রেঞ্চাইজি নিয়ে শুরু হয়  ইভেলী সিলেট টি২০ ব্লাস্ট ২০২১।  টুর্নামেন্টের ফাইনাল হবে ২৭ ফেব্রুয়ারি সাড়ে ৫ টায়।’;