সুরমা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি

প্রকাশিত: ২:৫৫ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২২

সুরমা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি

এম বাংলা নিউজঃ’সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। ‘নৌকায় ৬০ থেকে ৭০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।’ শুক্রবার (১৯ আগষ্ট) রাত ৮টায় দোয়ারাবাজার উপজেলা সদরের ঘাট থেকে নৌকাটি আজমপুর ঘাটে যাচ্ছিল। ‘প্রত্যক্ষদর্শী সুনামগঞ্জের হবতপুরের এখলাছুর রহমান বলেন, দোয়ারাবাজার খেয়া ঘাট থেকে মোটরসাইকেলসহ আমরা তিন বন্ধু নৌকায় উঠি। আজমপুর ঘাটের কাছাকাছি এলে বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এতে নৌকায় থাকা ৬০-৭০ জন যাত্রী নদীতে ঝাঁপ দেন।’

‘আমরা সাঁতরে ডাঙায় উঠলেও আমার বন্ধু গোবিন্দপুরের শামছুল ইসলামকেও (৩৫) পাওয়া যাচ্ছে না। দোয়ারাবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সল আহমদ ঘটনাস্থলে আছেন। তিনি জানান, রাত ৮টার দিকে ইঞ্জিনচালিত নৌকাটিতে বাল্কহেডের ধাক্কা লাগে। এখন পর্যন্ত একজন নিখোঁজ বলে জানা গেছে। আমরা কয়েকটি ট্রলার নিয়ে ঘটনাস্থলের আশপাশে খোঁজাখুঁজি করছি।’