সুনামগঞ্জের সাথে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, জুন ১৭, ২০২২

সুনামগঞ্জের সাথে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন

এম বাংলা নিউজঃটানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি দ্রুত বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি বিপৎসীমার বেশ ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ-দিঘলী এলাকা প্লাবিত হয়ে সারাদেশের সাথে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে । বিপর্যস্ত হয়ে পড়েছে আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থাও।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক জনাব মো. জাহাঙ্গীর হোসেন।নদীতে পানি বৃদ্ধির কারনে দ্বিতীয় ধাপে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। জেলার ছাতক, দোয়ারাবাজার, সদর, বিশ্বম্ভপুর এবং তাহিরপুরে নিম্নাঞ্চলের রাস্তাঘাট, ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে।বন্যার পানি বেড়ে যাওয়ায় সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকার ঘরবাড়িতে পানি প্রবেশ করা শুরু করেছে। ইতোমধ্যে শহরের নবীনগর, পশ্চিম তেঘরিয়া, উত্তর আরপিন নগর, মরাটিলা এলাকার ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে।

জেলার সর্বত্র বন্যার ভয়ালগ্রাসে মানুষের চরম দুর্ভোগ বেড়েছে। এতে মানবিক বিপর্যয় নেমে আসতে পারে বলে জানিয়েছেন এলাকাবাসী। বন্যা মোকাবেলা সরকারের সহযোগিতা চেয়েছেন তারা।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম বলেন, সুনামগঞ্জের বৃষ্টি থাকলেও উজানের বৃষ্টিপাত হচ্ছে খুবই বেশি। ফলে নদ-নদীর পানি দ্রুত বেড়ে যাচ্ছে। উজানে বৃষ্টিপাত যদি কমে, তবে এ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।এদিকে সিলেট আবহাওয়া অফিসূত্রে জানা যায়, ১৫ জুন থেকে আগামী ১৮ জুন পর্যন্ত সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলে ভারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। ১৮ জুনের পরে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী।