দক্ষিণ সুরমার আশ্রয়ণ কেন্দ্রে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, মে ২৩, ২০২২

দক্ষিণ সুরমার আশ্রয়ণ কেন্দ্রে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পশ্চিমভাগ সরকারী আশ্রয়ণ কেন্দ্রে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মে) দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত জান্নাত তারানা (১২) উপজেলার লালাবাজার ইউনিয়নের পশ্চিমভাগ সরকারী আশ্রয়ণ কেন্দ্রের মোঃ চুনু মিয়া মিয়ার কন্যা।
নিহত শিশুর পিতা চুনু মিয়া চ্যানেল এমবাংলাকে বলেন, দুপুর বারোটার দিকে তার কন্যা জান্নাত তারানা গোসল করার উদ্দেশ্যে পুকুরে গিয়ে নিখোঁজ হয়। ঘন্টাখানেক পর দুপুর একটার দিকে তার লাশ পানিতে ভেসে উঠলে পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার চ্যানেল এমবাংলাকে বলেন, ঘটনাটি তিনি জেনেছেন, লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। পরিবারের সদস্যরা ময়না তদন্ত ছাড়া লাশ নিয়ে যেতে চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএনআই