ময়নাতদন্ত শেষে হল মোরছালিনের

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২২

ময়নাতদন্ত শেষে হল মোরছালিনের

এম বাংলা ডেস্কঃনিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় নিহত মোরছালিনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আজ দুপুর একটার দিকে মোরছালিনের ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডা. প্রভাষক মনিকা খন্দকার। মর্গ সূত্রে জানা যায়, আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। নিহতের ভাই নুর মোহাম্মদ জানান, আমার ভাইয়ের মরদেহ কামরাঙ্গীরচর ঝাউলাহাটি বাসা এলাকায় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। তিনি আরো জানান, নিহত মোরছালিন কুমিল্লা জেলার তিতাস উপজেলার বাডাকান্দি গ্রামের মো মানিক মিয়ার সন্তান। বর্তমানে কামরাঙ্গীরচর ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় থাকতেন। নিহত দুই ভাই এক বোনের মধ্যে মোরছালিন দ্বিতীয়। মোরছালিনের স্ত্রীর নাম মিতু আক্তার। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। নিউমার্কেট থানার পুলিশের পরিদর্শক (অপারেশন) হালদার অর্পিত ঠাকুর জানান, মঙ্গলবার সংঘর্ষের সময় মিরপুর রোডের নিউমার্কেটের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে পথচারীরা মোরছালিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।।